হালুয়াঘাট প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপাড় এলাকায় শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন যাত্রী এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনাস্থল ও হাসপাতালের সূত্রমতে, নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে জহর আলী (৭০), বাট্টা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসিনা খাতুন (৫০), পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কয়ারহাটি গ্রামের মৃত হাজী জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), রংপুরের আজিম উদ্দিন (৩৫) ও হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মোঃ রুবেল মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন বহু যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা শ্যামলী বাংলা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করেন। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।