প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ১:৩২ পি.এম
ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় দাফন।

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
ফুলবাড়ীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নূরত আলী (৮০) এর মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটাড়ি গ্রামে জয়নাল হাজারীর বাড়ির উঠানে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিকতা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরত আলীর মরদহকে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ফুলবাবু মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ দিন ধরে অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। বরিবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার জীবদ্দশায় স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন মিশুক প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.