অন্যান্য

ফুলবাড়ীতে কর্মশালা সামাজিক সচেতনতা ও সৃজনশীল কার্যক্রমেও জোর

  প্রতিনিধি 24 June 2025 , 1:43:04 প্রিন্ট সংস্করণ

“সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা”


মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। “সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা” প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ে এই কর্মশালার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারানুম। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল), কুড়িগ্রাম’। কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক আব্দুল খালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
কর্মশালায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম মাঠ পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের সময়মতো উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়।
সামাজিক সচেতনতামূলক অংশ হিসেবে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও ধূমপানবিরোধী সচেতনতা, পরিবেশ সুরক্ষা ও পুষ্টি বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচার চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজনেরও তাগিদ দেওয়া হয়।
কর্মশালায় জানানো হয়, মাঠ পর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে একদল উদ্যমী তরুণ-তরুণী, যারা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সুস্থ ও সচেতন ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রেখে চলেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ