অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ভোগ্যপণ্যের মূল্য তালিকা না ঝুলানোসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের হোটেল পরিচালনার দায়ে একটি খাবার হোটেলসহ দুইটি পাইকার কাঁচা সবজি ব্যবসায়ীকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী পৌরএলাকার পাইকারি কাঁচা সবজি বাজারে অভিযানটি পরিচালনা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
জানা গেছে, পাইকারি কাঁচা সবজি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের সবজি পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। আড়ৎগুলোতে পণ্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স থ্রি সন্স ভান্ডারের স্বত্ত্বাধিকারী সবুজ কুমার প্রামাণিককে ৩ হাজার টাকা এবং একই অপরাধের দায়ে মেসার্স জোবায়ের ভান্ডারের স্বত্ত্বাধিকারী জোবায়ের হোসেনকে ৩ হাজার টাকা অর্থদÐসহ সতর্কবার্তা প্রদান করা হয়।
দিকে খাবারের হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে মানবদেহে ক্ষতিকর নি