সারাদেশ

ফুলবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

  প্রতিনিধি 17 April 2025 , 5:30:23 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে-খড়িবাড়ী সড়কে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-টু-খরিবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলবাড়ী সদরে জোবেদা অটোরাইস মিলে শ্রমিকের কাজ করে আসছেন। বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়ি ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী টু খরিবাড়ী সড়কে পিকআপটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করলে দুই দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলামের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ