অন্যান্য

ফের কুয়াশাচ্ছন্ন কুড়িগ্রাম, মাঘের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা 

  প্রতিনিধি 5 February 2025 , 7:28:15 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং ০৯:০১ এএম.

 

টানা ১০ দিন ধরে মেঘাচ্ছন্ন কুড়িগ্রামের আকাশ। কুয়াশা ও কনকনে ঠান্ডায় বেড়েছে শীতের তীব্রতা। মাঘের শেষ সপ্তাহে আবারো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

 

বুধবার (০৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

 

স্থানীয়রা জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। খেটে-খাওয়া মানুষরা কাজে যেতে না পায়ায় মানবেতর জীবনযাপন করছে। একদিকে হিমেল বাতাসের কারণে শীতে কষ্টে পড়েছে জেলার নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ।

 

হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শহরে লোক সমাগম কমেছে।

 

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ভিক্ষুক চাঁন মিয়া (৬৯) বলেন, শীতের কারণে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না। যে দিন বাড়ি থেকে বের হই দেখি রাস্তায় মানুষ নাই। এলাতো বাড়িত গেইলে ভিক্ষা দিবের চায় না। সারাদিন মিলি ১০০ থেকে ১৫০ টাকা পাই। তাই দিয়ে কি সংসার চলে। কোনো রকম খেয়ে না খায়া বাঁচি আছি।

 

রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের ভ্যানগাড়িচালক আবুল হোসেন (৬৪) বলেন, ঘন কুয়াশার কারণে গাড়ি নিয়ে বের হওয়া যায় না তবুও গাড়ি নিয়ে বের হইছি এখনো ভাড়া পাইনি। ভাড়া না পেলে স্ত্রী-সন্তানসহ না খেয়ে থাকতে হবে। দেখি আল্লাহ কি করে।

 

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা উঠা নামা করবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ