অন্যান্য

ফের রাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন পরীর

  প্রতিনিধি 31 December 2024 , 7:28:11 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

সিনেমার সেটে প্রেম, এরপর গোপনে বিয়ে ও অতঃপর সন্তান আগমনের খবর দেন ঢালিউড তারকা পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। পরের বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

 

সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরী। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। বিশেষ কোনো দিনেও পূণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একইসঙ্গে ক্ষোভও ছিল সাবেক স্বামীর প্রতি।

 

তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা মিলল পূণ্যের। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা-সন্তানকে।

 

সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরিফুল রাজ। লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’

 

এরপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরিফুল রাজ।

 

এদিকে রাজের সঙ্গে পূণ্যকে দেখে নেটিজেনরা পরীমনিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কী আবারো সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?

 

এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে। কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের সাবেক স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।

 

সেখানে রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ