অন্যান্য

ফের শৈত্যপ্রবাহ শুরু, একদিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

  প্রতিনিধি 14 January 2025 , 5:20:32 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

পৌষের শেষ দিনে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড়ে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরআগে সোমবার ১৩ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং চার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী আজ সকালে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে।

 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৬টায় ১৩ দশমিক ৯ ডিগ্রি এবং সকাল ৯টায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

 

এই কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ