প্রতিনিধি 23 June 2025 , 9:10:13 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ (যদিও সংগঠনটিও নিষিদ্ধ) এর এক নেতাকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আশিকুজ্জামান নূর ওরফে রিফাত (২৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। রিফাতের বাড়ি সাহেবপাড়া, মোগড়া ইউনিয়নে। তাঁর পিতার নাম মৃত আবুল কালাম আজাদ ও মাতার নাম মোসাঃ বিউটি বেগম।
পুলিশ জানায়, রিফাত মোগড়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে জনসাধারণকে উত্তেজিত করে অবৈধভাবে মিছিল-মিটিংয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার একটি সূত্র জানায়, এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”