
তোফাজ্জল ইসলাম
একজন ক্ষুব্ধ কর্মীর কান্না চোখের আর্তনাদ ৫ আগস্ট এর আগে যাদের রাজপথে মিছিল, মিটিং এ মাঠে দেখি নাই তারা আজ কমিটির লিস্টে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে, জামালগঞ্জ উপজেলা সাবেক কমিটির সদস্য ও জামালগঞ্জ উপজেলার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন যে, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মামলা,হামলা ও কারানির্যাতীত নেতা,জামালগঞ্জ উপজেলাকে গুছিয়ে রাখার জন্য অর্থ, ঘাম,শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন অথচ তাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত কমিটিতে আহ্বায়ক হিসেবে যে চারজন যুগ্ম আহ্বায়ক দেওয়া হয়েছে তাতে অনেক কষ্ট পেলেও সামনে ভালো কিছুর আশায় কেউ কিছু প্রকাশ করে নি। তবে ৩ মার্চ রাতে ৪ জনসহ মোট ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে উনার কোনো স্থান নেই, এতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। বিশ্লেষণ করে দেখা যায়, নতুন কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে এদের মধ্যে শাহ মোঃ শাহজাহানের মতো কেউ জেল-জুলুমে নির্যাতিত হয় নি । জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ক্ষোভপ্রকাশ করে বলেছেন, “বিএনপির আন্দোলন-সংগ্রামে যার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। অথচ এবার তাকেই সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।
সোজাসাপটা কথা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জামালগঞ্জ উপজেলা কমিটি গঠনের দায়িত্বশীলরা আপনার সাথে অবিচার করেছেন, এমন পোস্ট লিখে সোসাল মডিয়ায়
আলোচনার ঝড় তুলছেন জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনতা।
এটি দলীয় ঐক্যের জন্য বিপজ্জনক হতে পারে। “অনেকে অভিযোগ করেছেন যে, ব্যক্তিগত সম্পর্ক ও অভ্যন্তরীণ লবিংয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে, যেখানে রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে বিভক্তি তৈরির আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।
একজন ত্যাগী নেতাকর্মী
বলেন, ” দলের জন্য জীবন বাজি রেখে অর্থ সম্পদ বিলিন করে রাজপথে জীবন দিতে যারা দ্বিধা করে নি আজ তাদের দল কি প্রতিধান দিল? “এই প্রসঙ্গে জামালগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে দাবি জানিয়েছেন যে, দলীয় ঐক্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই কমিটি পুনর্গঠন করতে হবে। অন্যথায়, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়তে পারে, যা দলের সংগঠনিক শক্তিকে দুর্বল করবে। জামালগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ এই বিতর্ক কিভাবে সমাধান হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়।