রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:-
বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন শত শত পোশাক শ্রমিক। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে পুরো মহাসড়কে যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হলেও বহু মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। তীব্র গরমের মধ্যে নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, গত তিন মাসের বেতন ও ওভারটাইম ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এতে করে পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছেন তারা।
এক নারী শ্রমিক বলেন, “আমরা দিনের পর দিন কাজ করেও ন্যায্য পাওনা পাচ্ছি না। বাসা ভাড়া, বাজার খরচ—সব কিছুতেই চাপ। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।”
অবরোধস্থলে গিয়ে দেখা যায়, শ্রমিকরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবস্থান করছেন। তাঁরা ‘বকেয়া বেতন চাই’, ‘শ্রমিকদের পাওনা বুঝিয়ে দাও’—এমন নানা স্লোগান দিচ্ছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে দ্রুত সমাধানের পথ খোঁজা যায়।
এদিকে, মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও আশপাশের বিভিন্ন রুটে যানজট দেখা দিয়েছে। যানজটের প্রভাব গাবতলী, আমিনবাজার, নবীনগর এলাকাতেও পড়েছে বলে জানা গেছে।