কবির আকন্দ,শ্রীপুর-গাজীপুর প্রতিনিধিঃ
গতকাল ১০জুন ২০২৫ তারিখ রাত ১০:৪৫ টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চাপিলাপাড়া হ্যামস গার্মেন্টসের সামনে একটি মিনি মার্কেট বজ্রপাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঐ মার্কেটের মালিক স্থানীয় মৃত.ইজ্জত আলী মুন্সির ছেলে ইলিয়াস আলী। স্থানীয়রা জানায়,গত কাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঐ মার্কেটের একটি হোটেলের পিছনে হঠাৎ বজ্রপাতের আগুন লেগে যায়।
গতকাল সারাদিন তীব্র তাপদাহ চলে। পরবর্তীতে রাত দশটার দিকে প্রচন্ড বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এরই এক পর্যায়ে একটি বজ্রপাতের কারণে এই আগুন লেগে যায়। এতে ঐ মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তার সাথে থাকা আরেকটি ট্রেনিং সেন্টারে ও আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। হোটেল,ইলেকট্রিক দোকান ও ট্রেনিং সেন্টার এর সর্বমোট ৩০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রথমত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাওনা চৌরাস্তায় অবস্থিত শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতের আগুনে মার্কেটটি পুড়ে গেছে।