অন্যান্য

বড়াইগ্রামে পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু!

  প্রতিনিধি 20 October 2024 , 5:39:37 প্রিন্ট সংস্করণ

নজরুল ইসলাম

বড়াইগ্রাম উপজেলা

নাটোরের পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভুল অস্ত্রোপচারের কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাত আনুমানিক ৭টার দিকে নাসিমা বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। নাসিমার স্বামী মোঃ ইয়াকুব চৌধুরী (৪০), যিনি বনপাড়া তিন নং ওয়ার্ডের বাসিন্দা, জানান, স্ত্রীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন ডাঃ হোসনেয়ারা হোসেন, তবে প্রসূতির মৃত্যুর পর তার কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে দ্রুত হাসপাতাল ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন। হাসপাতালের অন্য চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং তাদের টাকা দিয়ে ম্যানেজ করার উদ্যোগ নেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, তিনি এ ঘটনার বিষয়ে এখনো কিছু জানেন না। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রসূতির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ