অন্যান্য

বদলগাছীতে পিকআপ-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  প্রতিনিধি 30 December 2024 , 3:43:44 প্রিন্ট সংস্করণ

 

 

সুবাস চন্দ্র, বদলগাছি প্রতিনিধি (নওগাঁ)

 

বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিক-আপের সঙ্গে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না (১৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী।

 

 

সোমবার (৩০ শে ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

 

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। থানায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ