অন্যান্য

বদলগাছীতে বাস- ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত-২

  প্রতিনিধি 25 November 2024 , 6:56:02 প্রিন্ট সংস্করণ

 

সুবাস চন্দ্র,বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী- মাতাজিহাট সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

 

 

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অপরদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বদলগাছী চৌরাস্তা হতে ১০০ গজ দূরে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

 

 

থানা ও পুলিশ সূত্রে জানায়, নিহত ওই নারী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিন (হিটলার) এর স্ত্রী সন্জিতা রানী (১৮)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।

 

 

স্থানীয়রা জানান, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

 

স্থানীয়রা আরও বলেন, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারি আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে।

 

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ