অন্যান্য

বন্ধুকে গাঁজা দিতে এসে নিজেই শ্রীঘরে ফজলু!

  প্রতিনিধি 20 July 2025 , 5:23:45 প্রিন্ট সংস্করণ

সাদেকুল ইসলাম

বন্ধুকে কারাগারের ভেতরে গাঁজা পৌঁছে দিতে গিয়ে শেষ রক্ষা হলো না ফজলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির। শনিবার বিকেলে হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামা-কাপড়ের ভেতরে গাঁজা লুকিয়ে পাচারের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েন তিনি। ফলস্বরূপ, বন্ধুর পাশে ঠাঁই না হলেও, ১০ দিনের জন্য শ্রীঘরে যেতে হলো তাকে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। আটক ফজলু মিয়া হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, শনিবার বিকেলে ফজলু মিয়া কারাগারে আটক তার এক বন্ধুর জন্য জামা-কাপড় নিয়ে যান। কিন্তু কারাগারের কড়া নিরাপত্তায় দায়িত্বরত কারারক্ষীরা তল্লাশি শুরু করলে ফজলু মিয়ার চালাকি ধরা পড়ে। তার আনা প্যান্টের পকেটের সেলাই করা অংশের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন কারারক্ষীরা।
তাৎক্ষণিকভাবে বিষয়টি জেল সুপারকে জানানো হলে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিজ্ঞাসাবাদে ফজলু মিয়া স্বীকার করেছেন, তার এক বন্ধু কারাগারে বন্দি আছেন এবং তার জন্যই তিনি এই গাঁজা নিয়ে এসেছিলেন। এই ঘটনা আবারও প্রমাণ করলো, কারাগারের কঠোর নিরাপত্তা ভেদ করে অবৈধ কোনো কিছু প্রবেশ করানো প্রায় অসম্ভব।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ