মহসিন রেজা
নওগাঁ সদর উপজেলা পৌরসভার পোষ্ট অফিস পাড়া বেসরকারি প্রতিষ্ঠান বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃমামুনুর রহমান কে ১৭/১১/২৪ গত রাতে নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওহিদের নেতৃত্বে একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে বগুড়া ফুলতলা থেকে তাকে গ্রেফতার করেন।
নওগাঁ বন্ধু মিতালি ফাউন্ডেশন একটা বেসরকারি সংস্থা,অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১৩০০০(তের হাজার )গ্রাহকের কাছ থেকে প্রায়, একহাজার কোটি টাকার উপরে আত্মসাৎ করে গত ১২/১১/২৪ ইং তারিখে তাদের বন্ধু মিতালি ফাউন্ডেশনের অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। গ্রাহকেরা কোন কুলকিনারা না পেয়ে প্রশাসনের বিভিন্ন অফিসে ধর্না দিতে থাকে। এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় দূইটি মামলা করেন গ্রাহকেরা।এই মামলার পরিপ্রেক্ষীতে, নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওহিদ তার চৌকস একটি সেনাবাহিনীর দল নিয়ে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃমামুনূর রহমান বগুড়া ফুলতলী একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তাকে গত রাতে গ্রেফার করে আজ সকালে, নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করেন।নওগাঁ সদর থানার ওসি নূরেআলম সিদ্দিকী সাহেব কে জিজ্ঞেস করলে তিনি জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে যদি,প্রয়নজ হয় তাহলে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এই রিপোর্ট লিখা পর্যন্ত তাকে থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে জেল হাজতে প্রেরন করা হবে।
DB/MN