অন্যান্য

বন্যায় ১৩৫ কোটি টাকার ক্ষতি, হালুয়াঘাটের কৃষকের মাথায় হাত

  প্রতিনিধি 18 October 2024 , 4:02:47 প্রিন্ট সংস্করণ

হালুয়াঘাট প্রতিনিধি :

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়েছে পুরো হালুয়াঘাট। এরই মধ্যে নেমেছে সেই পানি। ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের ফসলি জমির। এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে পঁচে যাওয়া আমন ধানের ভাবসা গন্ধ। মাঠের কাছে গেলেই দেখা মিলে এমন চিত্র। মাঠে নেই ধান, নেই সবজি। অন্যদিকে এই প্রান্তিক কৃষকরা ধারদেনায় ভরপুর। সেই সুযোগে বেড়েছে স্থানীয় বাজারে শাক সবজির দাম।

আকস্মিক এ বন্যা তলিয়ে গেছে ১২ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান, পচে গেছে সবজি-খেতের ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য খামারিরাও। ভেসে গেছে খামারের মাছ। বিধ্বস্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি। পানির তোড়ে ভেঙে গেছে প্লাবিত গ্রামগুলোর অধিকাংশ সড়ক। দেখা দিয়েছে গোখাদ্যের সংকটও।

হালুয়াঘাট উপজেলায় ২৪ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন আবাদ হলেও বন্যায় তলিয়ে নষ্ট হয়েছে ১২ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৯ হাজার ৮০০ জন কৃষক। আর্থিক ক্ষতি প্রায় ১৩৫ কোটি টাকার।

হালুয়াঘাট উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, আমন ধানের জমি নষ্ট হয়ে ১৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকের। আমরা চেষ্টা করবো সরকারি পুনর্বাসন দিয়ে ক্ষতিটা পুষিয়ে নেয়ার জন্য। সামনের মৌসুমে সরিষা ও অন্যান্য ফসল আবাদ করানোর ব্যবস্থা করানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ