প্রতিনিধি 7 February 2025 , 12:32:59 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে, সদর উপজেলা পরিষদ সংলগ্ন শম্ভুর কার্যালয় ভাঙচুর শেষে জেলা শহরের ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও ভাঙচুর করা হয়।
ভাঙচুরের নেতৃত্ব দেন জেলার সমন্বয়ক মুহিত নিলয় এবং মীর নিলয়। এ সময় তারা স্বৈরাচারবিরোধী স্লোগান দেন।
মুহিত নিলয় সাংবাদিকদের বলেন, “স্বৈরাচারী হাসিনা কথা বললেই দফায় দফায় ভাঙচুর হবে। তিনি মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়ে আছে, আর এখন আবার নতুন করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার আর কোনো কথা বাংলার জনগণ শুনতে চায় না।”
অন্যদিকে, মীর নিলয় বলেন, “হাসিনার দোসরদের স্থাপনা ভাঙচুর করেছি। ওদের কোনো অস্তিত্ব রাখবো না।”