অন্যান্য

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, নতুন করে শনাক্ত ৮৭ জন, মোট আক্রান্ত ৩২০৫ জন।

  প্রতিনিধি 3 July 2025 , 4:28:28 প্রিন্ট সংস্করণ

মোঃ শাহজালাল, বরগুনা 

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জনে। এছাড়া বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, পাথরঘাটায় ১০ জন, বামনায় ৪ জন, আমতলীতে ৪ জন, বেতাগীতে ২ জন এবং তালতলীতে ২ জন রয়েছেন। সর্ব মোট ৮৭ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
বর্তমানে বরগুনা জেলায় ২৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮১ জন, বামনায় ২০ জন, পাথরঘাটায় ১৩ জন, তালতলীতে ১৪ জন, আমতলীতে ৫ জন এবং বেতাগীতে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।
জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৬৬ জন, পাথরঘাটায় ১৩৬ জন, বামনায় ৮৯ জন, তালতলীতে ৪৪ জন, আমতলীতে ৩৭ জন এবং বেতাগীতে ৩৩ জন শনাক্ত হয়েছেন। মৃত: ২৮ জনের মধ্যে ২৪ জন সদর উপজেলার, ১ জন পাথরঘাটার এবং ৩ জন বেতাগীর বাসিন্দা।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিন নতুন রোগী বাড়ছে, যা চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। এভাবে চললে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখা ও মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, জরুরী ভিত্তিতে মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত করারও তাগিদ দেওয়া হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ