অন্যান্য

বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি 12 December 2024 , 4:28:49 প্রিন্ট সংস্করণ

 

তামান্না জেনিফার বরগুনা প্রতিনিধিঃ

 

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁসে দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার সময় সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

পরবর্তীতে গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ফোনালাপ করে ‘আপা ঘাবরাইয়েন না, আমরা শক্ত আছি’ এমন কথা বলে প্রতি বিপ্লব করার পায়তারা করার ঘটনায় বরগুনা থানায় সাব ইন্সপেক্টর মোঃ শামীম বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ