জামাল কাড়াল বরিশাল।
বরিশালে লাটন ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এর উন্নয়নের লক্ষে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও লংকাবাংলা ফাইনান্স এর সহযোগিতায়।শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ সিএমএসএমই এন্ড রিটেইলর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যংক বরিশাল অফিসের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের অতিরিক্ত পরিচালক মো: মাহবুবুর রহমান, বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট এসোশিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি সাইফুল আলম মুন্না, লংকাবাংলার এফএভিপি এন্ড ক্লাস্টার প্রধান মো: শাহাদাত হোসেন, বরিশাল ব্রান্স প্রধান মো: শহিদুল ইসলাম।
লংকাবাংলার এ উদ্যোগটি আর্থিক ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।