অন্যান্য

বরিশালে কাঁচা মরিচের আড়তে ভোক্তা অধিকারের অভিযান

  প্রতিনিধি 18 October 2024 , 4:10:53 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল বরিশাল ব্যুরো

বরিশালে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সহনশীল রাখতে পাইকারি কাঁচা বাজারে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও পাকা রশিদ আছে কিনা সেটা যাচাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি।অন্যদিকে নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়ো মরিচ ও হলুদের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার অপরাধে চারটি দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনার সময় বরিশাল কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহাবুব আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটির সদস্য শিক্ষার্থী রাকিন খান, সরদার মো. গাদ্দাফি উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।
ববি’র শিক্ষার্থী রাকিন খান বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ