অন্যান্য

বরিশালে টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নগরীর যানজট নিরসন করতে হবে–বিএমপি কমিশনার।

  প্রতিনিধি 21 September 2024 , 3:58:50 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশাল নগরীর সামগ্রিক যানজট নিরসনে আজ ২১ সেপ্টেম্বর বেলা ১২ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার জনাব মােহাম্মদ নজরুল হােসেন মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় একটি টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়ন করে বরিশাল মহানগরীর সার্বিক যানজট নিরসন করতে হবে।এ সময় তিনি ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের সমন্বিত ট্রাফিক টিমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন- নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, রুপাতলী বাস স্ট্যান্ড, সাগরদী ব্রিজ, আমতলার মোড় ও সদররোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যানজট নিরসনের কর্মকৌশল সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি যানজটের সময়, স্থান ও কারণ চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের উপর আলোকপাত করে যে কোন স্থানে যত্রতত্র পার্কিং না করা, রাস্তায় নির্মাণ সামগ্রী না ফেলে রাখা ও বিভিন্ন বিষয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মোটরযান আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেন।এক্ষেত্রে তিনি পরিবহন সেক্টর ও বিভিন্ন ধরনের যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এসব আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব প্রণয় রায় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ,

ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো নওগাঁর ৬শ শিক্ষার্থী

নলছিটিতে পারিবারিক পুষ্টিবাগান বিষয়ে কৃষক-কৃষানীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

ঢাকা থেকে অপহৃত এক ব্যাবসায়ী কে ৩দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ

মাগুরা রোলারে পিষে ২.৫ বছরের শিশুর মৃত্যু

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

যশোরে পরিবহনের ভেতর থেকে হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার