জনতার দাবী

বরিশালে প্যাডেল রিক্সা চালকদের মানববন্ধন 

  প্রতিনিধি 23 June 2025 , 9:17:40 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল, বরিশাল 

বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা মানববন্ধন করেছেন।আজসোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেন প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।সংগঠনের সভাপতি মো. ধলু মিয়া জানান, সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো অবাধে চলাচল করছে।সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড়সহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ করার তাদের দীর্ঘদিনের দাবি রয়েছে।

সহ-সাধারণ সম্পাদক আবু কালাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে প্যাডেল চালিত সিটি করপোরেশনের লাইসেন্সধারী রিকশাচালকদের চলাচলে বিঘ্ন ঘটে এবং শহরে যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

নেতৃবৃন্দরা আরও জানান, ঢাকাসহ অন্যান্য বড় শহরের প্রধান সড়কে নিষিদ্ধ থাকা ব্যাটারি চালিত অটোরিকশা বরিশালে দিন দিন বেড়েই চলছে। নিষেধাজ্ঞা এলেই এগুলো বরিশাল শহরে নিয়ে এসে চালানো হচ্ছে।

তাই তারা দাবি করেন, অবিলম্বে বরিশালের পাঁচটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ না করা হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ