জামাল কাড়াল বরিশাল
বরিশালের সকল ফার্মেসি বন্ধের ডাক প্রশাসনের আশ্বাসে খুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম।
তিনি জানান, প্রশাসনের আশ্বাসে রাত ৭টার দিকে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। ৭টার পর থেকে সব ফার্মেসি খুলে দেওয়া হয়েছে।নগরীর কালিবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন রাতের আধারে ভাঙচুর করে মালামাল লুটপাট চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ রোববার সন্ধ্যায় সব ফার্মেসি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।সন্ধ্যার পর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা। এসময় তারা শহরের সব ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে অভিযুক্ত ইকবাল আজম খান তার লোকজন দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোররাতে ওই ভবন ভাঙচুর শুরু করে। তারা ভবনের দেয়াল থেকে শুরু করে টয়লেট এবং দ্বিতীয়তলার টিনের শেড পর্যন্ত খুলে ফেলে। নিচতলায় ওষুধের দোকানও ভাঙচুর করা হয়। এতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোটি টাকার ক্ষতি হয়েছে।বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যে তারেক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।