অপরাধ

বরিশালে বাসচাপায় বাইক আরোহী সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু।

  প্রতিনিধি 18 January 2025 , 10:50:23 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন তার স্বামী সেনা সদস্য ও তাদের চার মাসের শিশু।

 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে উপজেলার কামারখালী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

 

নিহত হোসনে আরা বরিশাল সেনানিবাসের ল্যান্স কর্পোরাল মো. বুলবুলের স্ত্রী। আহত বুলবুল (৩৮) ও শিশু সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শী এক দোকানি জানান, বুলবুল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বরিশাল সেনানিবাসে যাচ্ছিলেন। পথে পটুয়াখালী থেকে গাজীপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা মারা যান। গুরুতর আহত হন বুলবুল ও তার সন্তান।দুর্ঘটনার পর পর বাস রাস্তায় রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।

 

সাকুরার সেনানিবাস কাউন্টারের মো. মিলন বলেন, দুর্ঘটনার পর পর তিনজনকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় বুলবুলের স্ত্রী মারা গেছেন। এ ছাড়া সেনা সদস্য ও তার সন্তানকে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

অবস্থা গুরুতর হওয়ায় বুলবুল ও তার সন্তানকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ