জামাল কাড়াল, বরিশাল
বরিশাল মেট্রোপলিটন বিএমপি'র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি'তে সদ্য যোগদানকৃত কনস্টেবল ব্যাচ/১৪ এর ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। আজ বুধবার ০৯ জুলাই বেলা ৯টায়
কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি'র কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।এ সময় তিনি বিএমপি'তে সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেসরুলস মেনে চলতে নির্দেশন প্রদান করেন। এছাড়াও তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব , স্বাস্থ্য বিধি মেনে চলা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদস্যদের কে বিধি-নিষেধ মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর/ উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ ।