জামাল কাড়াল বরিশাল
সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আর্দশে গড়া জাতীয় পাটি'র ৩৯ তম প্রতিষ্টাবার্ষিকিতে কেক কাটা হয় বরিশাল জাতীয় পার্টির কার্যালায় ১লা জানুয়ারি ২০২৫ যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পাটি বরিশাল জেলা ও মহানগর বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয় সকাল ৮ টায় জাতীয় পাটি কার্যালয় জাতীয় ও পাটির পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পাটি'র প্রতিষ্টাতা মরহুম পল্লীবন্ধু এৱশাদের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৩ টায় ফকিরবাড়ি রোডস্থ জাপা কার্যালয়ের সম্মুখ থেকে ব্যান পার্টি, জাতীয় ও পাটি পতাকা, প্লাকার্ডসহ এক বর্নাঢ্য আনন্দ রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাটি কর্যালয় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন জাপা মহানগর আহব্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জাপা কেন্দ্রিয় উপদেষ্টা, মহানগর সদস্য সচিব ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বক্তব্য রাখেন জাপা নেতা রফিকুল ইসলাম গফুর, এ্যাডঃ এম এ জলিল, আক্তার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, মন্জুরুল আলম খোকন, কামরুজ্জামান চৌধুরি কামাল, নজরুল ইসলাম হেমায়েত, আবদুস সোহবাহান, সোহেল মিয়া,আলাউদ্দিন আহম্মেদ, অধ্যাপক গিয়াস, রফিকুল ইসলাম, সোহরাব মৃধা, জাহাজ্ঞির ফকির, মোসলেম ফরাজি, নুরু খলিফা, সুলতান হাওলাদার বাকের মিয়া, ছাত্র নেতা বাহাদুর হোসেন, মিরাজ হোসেন। এরপর করতালি ও শ্লোাগানের মধ্যে দিয়ে প্রতিষ্টাবার্ষিকির কেক কাটেন, প্রধান অতিথি ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।