অন্যান্য

বরিশালে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া জবাবদিহিতার দাবিতে এনসিপির আবেদন

  প্রতিনিধি 22 June 2025 , 10:45:26 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল, বরিশাল

বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই যানজট ও অতিরিক্ত ভাড়া নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এই দুর্ভোগ নিরসনের জন্য শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা কমিটি জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন পেশ করেছে।জেলা কমিটির সভাপতি মো. মুসা বলেন, নগরীর বিভিন্ন সড়কে অটোরিকশার সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় যানজট প্রবল আকার ধারণ করেছে। পাশাপাশি, অনেক অটোরিকশা চালক নিজেদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত ভাড়া ধার্য করে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক বোঝা চাপাচ্ছেন। অটোরিকশা চালকদের নিয়ম-নীতি না মানা ও লংজামিন সমস্যার কারণে শহরের যান চলাচল ঝামেলায় পড়েছে।তিনি আরও বলেন, অটোরিকশা চালকরা কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত ভাড়া আদায় না করে মিউচুয়াল দোষ সৃষ্টি করছে। এই অবস্থা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ত্বরিত হস্তক্ষেপ প্রয়োজন।’জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির দাবি, অটোরিকশা চালকদের মধ্যে ট্রাফিক আইন মানা এবং ভাড়া নির্ধারণে কঠোর নজরদারি ও জরিমানা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি যানজট কমাতে নগর পরিকল্পনায় অটোরিকশার সংখ্যা সীমিত করার পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে, এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দিয়ে যানজট ও ভাড়া নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
বরিশালের সাধারণ নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করছেন, যাতে শহরের যান চলাচল সহজ হয় এবং সাধারণ মানুষের চলাচলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ