প্রতিনিধি 10 December 2024 , 2:51:22 প্রিন্ট সংস্করণ
বরিশাল গৌরনদী লাগেজ ভর্তি ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার মৃত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা এবং বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মৃত কালু বেপারীর ছেলে বেল্লাল হোসেন।তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, মাদক ক্রয়—বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে থানার এসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় লাগেজ ভর্তি ১৪ কেজি গাঁজাসহ দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত দুলালের অপর সহযোগি বেলাল হোসেনকে বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরো জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”