জামাল কাড়াল(বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা—বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার (১৬ মে) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদীর বার্থী বাজার সংলগ্ন সরো মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তালহা ও তার সঙ্গীরা একটি মোটরসাইকেলে করে বের হওয়ার সময় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম প্রার্থী গ্রামের বাসিন্দা। তিনি আজাদ বেপারীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।আহতরা হলেন হিমেল গোমস্তা (২৬), পিতা নুর আলম গোমস্তা এবং শাহীন মাল (১৮), পিতা সোহেল মাল দুজনেই বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান বার্থী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে এক আরোহী নিহত ও অপর দুজন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর ঘাতক পিকআপটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে।