অন্যান্য

বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

  প্রতিনিধি 23 March 2025 , 7:57:42 প্রিন্ট সংস্করণ

রুমা আক্তার, প্রতিনিধি | সোহরাওয়ার্দী কলেজ

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন “বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ” নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

নবগঠিত ৬০ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন—

  • সভাপতি: মোহাম্মদ ইমন (হিসাববিজ্ঞান বিভাগ, ২০১৭-১৮ সেশন)
  • সাধারণ সম্পাদক: মোঃ জাকারিয়া (সমাজকর্ম বিভাগ, ২০১৯-২০ সেশন)
  • সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহরিয়ার আজিম (সমাজকর্ম বিভাগ, ২০২২-২৩ সেশন)

শনিবার (২২ মার্চ) সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শাকিল আহমেদ সেতু, এবং উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন মোঃ মামুন মিয়া ওভি ও জি এম রাকিব খান

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমন বলেন—
“এই সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতায় আমরা একসঙ্গে কাজ করবো। দায়িত্ব মানেই কর্তব্য ও অঙ্গীকার, তাই আমরা সবাই মিলে বরিশালের শিক্ষার্থীদের পাশে থাকবো।”

সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া বলেন—
“বরিশালের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করবে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন। সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাবো।”

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বরিশালের শিক্ষার্থীদের স্বার্থে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহায়তা, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নতুন কমিটি আগামীতেও বরিশালের শিক্ষার্থীদের জন্য নিরলসভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ