অন্যান্য

বরিশাল বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

  প্রতিনিধি 8 February 2025 , 2:28:37 প্রিন্ট সংস্করণ

জামাল কাড়াল বরিশাল

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন এর বাস্তবায়নে জেলা আউটার স্টেডিয়ামে বরিশালে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর বনাম ভোলা সরকারী কলেজ।প্রথম রাউন্ডে ৮টি দলসহ মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ