অন্যান্য

বরিশাল শের ই বাংলা হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মিছিল।

  প্রতিনিধি 20 February 2025 , 12:35:32 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

জামাল কাড়াল বরিশাল

 

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, কলেজে শিক্ষকের পদে ব্যাপক শূন্যতা থাকায় তাদের পড়াশোনার মানে বিপর্যয় ঘটছে এবং প্রাথমিকভাবে কিছু পদে অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেয়ার কারণে শিক্ষাদানে আরও বিঘ্ন ঘটছে।বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ ক্যাম্পাস থেকে।শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১৬১ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন, যার ফলে ১৭৩টি পদ শূন্য রয়েছে। এর ফলে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পড়াশোনা চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে

শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন শুরু হয় গত সোমবার থেকে, যখন তারা কলেজে শাটডাউন ঘোষণা করে। শাটডাউনের মাধ্যমে তারা কর্তৃপক্ষের কাছে শিক্ষক সংকটের দ্রুত সমাধান চেয়েছিল, কিন্তু তাদের দাবি এখনও অগ্রাহ্য করা হয়েছে। এতে হতাশ হয়ে তারা আজ সড়ক অবরোধ এবং বিক্ষোভের পথ বেছে নিয়েছে।কলেজে ৬ জন চিকিৎসককে বদলি করে পাঠিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা অভিজ্ঞ না হয়ে অল্প অভিজ্ঞতার। তাদের দাবি, যেখানে অভিজ্ঞ শিক্ষক থাকতে পারত, সেখানে অযোগ্য চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এবং তাদের দাবির প্রতি অবহেলা ছাড়া আর কিছু নয়।শিক্ষার্থীরা এই নিয়োগকে প্রহসন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ হবে না, ততদিন তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। তারা প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে, যা তাদের ক্ষোভের প্রকাশ। বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন ও অবস্থান শেষে তারা জানিয়েছেন, তারা কখনোই তাদের অধিকার থেকে পিছপা হবেন না এবং শিক্ষকের পদ পূর্ণ না হওয়া পর্যন্ত তারা অব্যাহত আন্দোলন চালিয়ে যাবেন।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ