মোঃ ইসমাইল হোসেন নাচোল উপজেলা প্রতিনিধি।
মেসার্স বিশ্বাস ট্রেডিং
বিসিআইসি সার ডিলার
নাচোল উপজেলার ধানসুরা বাজার সংলগ্ন সোনাইচন্ডী রোডে,ডিলার এর সহকারি মোঃ দুলাল হোসেন
জানান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পর্যাপ্ত সার না পাওয়ার কারণে, কৃষকের নিকট সার দিতে পারায় হতাশ।কৃষকদের ভোগান্তির শেষ কোথায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের
মোঃ মইনুল ইসলাম বলেন সকাল থেকে না খেয়ে বসে আছি সার পাবার আসায়। সোনাইচন্ডী সাতকান্দ্রি গ্রামের এ কৃষক খুব হতাশা বোধ করেন। সার সংকটে বরেন্দ্র অঞ্চলের হত দরিদ্র কৃষকেরা। এ ব্যাপারে নাচোল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অফিসারকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায় নি, খুব শীঘ্রই এ সংকট সমাধানের জন্য দাবি কৃষকদের।