অন্যান্য

বরেন্দ্র জনপদ নওগাঁয়  তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রিতে নেমে এসেছে। 

  প্রতিনিধি 18 November 2024 , 7:14:49 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোহাইমেনুল হক।

 

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত।

সকালের মৃদু বাতাস আর কনকনে ঠান্ডায় নাকালে জনজীবন।

 

চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আসতে আসতে নিচের দিকে নামছিলো ১৮ থেকে ২০ এর মধ্যে ছিল। সে তাপমাত্রা বর্তমানে ১৪ থেকে ১৫ ঘরে নেমে এসেছে।

 

কয়েকদিন ধরেই তাপমাত্রার ধারা নিম্নমুখী। সামনের দিনগুলোতে এই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

 

সকালের সূর্য ওঠার পরেও ঘন কুয়াশার কারণে উষ্ণতা ছড়াতে পারছে না। হিম বাতাস আর শিশিরে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। হালকা কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি যেন শীতের আগমনী পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় ঝলমল করে উঠছে।

 

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়ার দাপট বাড়ছে। রাতে কাঁথা-মুড়ি দিয়ে ঘুমাতে হচ্ছে। বরফে ঢাঁকা

নওগাঁ এবং এর আশেপাশের এলাকায় শীতের প্রভাব বেশি। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে শীতের প্রকোপ চরমে থাকে।

 

শীতের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ-তোষক তৈরির কারিগররা। শীতের আগমনের দু-এক মাস আগে থেকেই তাদের কর্মব্যস্ততা বেড়ে যায়। একইসঙ্গে বাজারে শীতের কাপড়ের চাহিদাও বেড়েছে। দোকানে দোকানে নতুন শীতের পোশাক তোলার কাজ চলছে।

 

এদিকে, কৃষকরাও শীতকে উপেক্ষা করে ধানক্ষেতে কাজ করছেন। মাঠে শিশির ভেজা প্রকৃতি আর হিমেল বাতাসের মধ্যেই তারা তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করছেন। প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে শীতের তীব্রতাও দিন দিন বাড়ছে।

 

নওগাঁর, শীত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন প্রস্তুতির বার্তা। শীতের সকালের এই পরিবেশ উপভোগ করার পাশাপাশি শীত মোকাবিলায় নানা প্রস্তুতিও শুরু হয়েছে।

 

S/NN

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ