প্রতিনিধি 21 July 2025 , 5:17:49 প্রিন্ট সংস্করণ
সৈয়দ মোঃ ইমরান হোসেন
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট – শিশুতল সড়কে চিতাখোলার পাশে ঘাগড়া খালে অসাধু কিছু মুরগী খামারীর বর্জ্য ফেলে খালের মধ্যে সড়ক বিলীন হয়ে যাচ্ছে। এতে চলাচলকারীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ রাজানগরে ৭নং ওয়ার্ডে বেলতলী ব্রিজ -চিতাখোলার মধ্যবর্তী স্থানে কিছু অসাধু মুরগী খামারীর বর্জ্য অব্যবস্থাপনা ও পার্শ্ববর্তী ঘাগড়া খালে উম্মুক্তভাবে দীর্ঘদিন যাবত ফেলে রাখার ফলে ঘাগড়া খালের গর্ভে রানিরহাট – মরিয়মনগর ডিসি সড়কের এই স্থানটি বিলীন হবে যেকোন মুহুর্তে।
এতে পুরো এলাকা দুর্গন্ধের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশের ক্ষেতে কাজ করা কৃষকরা জানান, পোলট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে, আবার সড়ক ভেঙে খালে বিলীন হয়ে অর্থেক সড়ক নাই হয়ে গেছে।
চলাচলকারী বাইক আরোহী অভিযোগ করে তাওহিদুল ইসলাম বলেন, জন গুরুত্বপূর্ণ রাত দিন ব্যস্ত এমনিতে সড়কের অনেকাংশ খালের মধ্যে ভেঙে গেছে বড় ট্রাক যাতায়াত করলে মুহূর্তে দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
ধামাইরহাটের ব্যবাসায়ী আমান বলেন, এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যে কোন সময় সড়ক খালে ধ্বসে যেতে পারে।
সিএনজি অটোরিকশা চালকেরা জানান, বর্ষাকালে খালে বন্যার পানির স্রোতে সড়কে চলাচল আগের চেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে গার্ড ওয়াল তৈরি করে সড়কটি রক্ষা করা দরকার। এবিষয়ে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর কর্মকর্তা প্রকৌশলী মোঃ দিদারুল আলম জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এবিষয়ে যোগাযোগ করেছিল, আমরা তা আমলে নিয়েছি, ম্যান্টেইনেন্স ইউনিট থেকে সমাধা হবে। কতদিন লাগবে জানতে চাইলে একটু সময় লাগবে বলে জানান। ইতিমধ্যে আমরা কাজ হাতে নিয়েছি। সদর দপ্তর থেকে ও অঞ্চল থেকে টিম আসবে। উভয় টিমের সমন্বয়ে ডিজাইন প্রণয়ন হবে। তবে শীঘ্রই কাজ শুরু হয়ে জনদুর্ভোগ লাগব হবে।বর্জ্য ফেলে খালে সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ চলাচল
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট – শিশুতল সড়কে চিতাখোলার পাশে ঘাগড়া খালে অসাধু কিছু মুরগী খামারীর বর্জ্য ফেলে খালের মধ্যে সড়ক বিলীন হয়ে যাচ্ছে। এতে চলাচলকারীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ রাজানগরে ৭নং ওয়ার্ডে বেলতলী ব্রিজ -চিতাখোলার মধ্যবর্তী স্থানে কিছু অসাধু মুরগী খামারীর বর্জ্য অব্যবস্থাপনা ও পার্শ্ববর্তী ঘাগড়া খালে উম্মুক্তভাবে দীর্ঘদিন যাবত ফেলে রাখার ফলে ঘাগড়া খালের গর্ভে রানিরহাট – মরিয়মনগর ডিসি সড়কের এই স্থানটি বিলীন হবে যেকোন মুহুর্তে।
এতে পুরো এলাকা দুর্গন্ধের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশের ক্ষেতে কাজ করা কৃষকরা জানান, পোলট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে, আবার সড়ক ভেঙে খালে বিলীন হয়ে অর্থেক সড়ক নাই হয়ে গেছে।
চলাচলকারী বাইক আরোহী অভিযোগ করে তাওহিদুল ইসলাম বলেন, জন গুরুত্বপূর্ণ রাত দিন ব্যস্ত এমনিতে সড়কের অনেকাংশ খালের মধ্যে ভেঙে গেছে বড় ট্রাক যাতায়াত করলে মুহূর্তে দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
ধামাইরহাটের ব্যবাসায়ী আমান বলেন, এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যে কোন সময় সড়ক খালে ধ্বসে যেতে পারে।
সিএনজি অটোরিকশা চালকেরা জানান, বর্ষাকালে খালে বন্যার পানির স্রোতে সড়কে চলাচল আগের চেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে গার্ড ওয়াল তৈরি করে সড়কটি রক্ষা করা দরকার। এবিষয়ে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর কর্মকর্তা প্রকৌশলী মোঃ দিদারুল আলম জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এবিষয়ে যোগাযোগ করেছিল, আমরা তা আমলে নিয়েছি, ম্যান্টেইনেন্স ইউনিট থেকে সমাধা হবে। কতদিন লাগবে জানতে চাইলে একটু সময় লাগবে বলে জানান। ইতিমধ্যে আমরা কাজ হাতে নিয়েছি। সদর দপ্তর থেকে ও অঞ্চল থেকে টিম আসবে। উভয় টিমের সমন্বয়ে ডিজাইন প্রণয়ন হবে। তবে শীঘ্রই কাজ শুরু হয়ে জনদুর্ভোগ লাগব হবে।