অন্যান্য

বর্নাঢ্য আয়োজনে কক্সবাজারে সোনাগাজী প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

  প্রতিনিধি 28 January 2025 , 6:36:15 প্রিন্ট সংস্করণ

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

বর্নাঢ্য আয়োজনে কক্সবাজারে সাংবাদিকতায় বুনিয়াদী ও ফটোগ্রাফি প্রশিক্ষণ শেষে সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের সনদ বিতরণ করা হয়েছে।

 

২৭ জানুয়ারি, পর্যটন করপোরেশনের অভিজাত হোটেল শৈবালের হলরুমে প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন পিপিএম।

এসময় প্রধান অথিতি বলেন, পুলিশ -সাংবাদিক একে অপরের পরিপূরক।

আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের কাজে সাংবাদিকের ভূমিকা রয়েছে।

নতুন বাংলাদেশ বিনির্মানে অতীতের ন্যায় সকলের সহযোগীতা কামনা করে পুলিশ প্রশাসন।

 

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, কক্সবাজারবাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান।

প্রধান বক্তার বক্তব্য ফরিদুল মোস্তফা খান বলেন, দেশ মাটি মানুষ ও সৃষ্টির কল্যানে দলমত ধর্ম বর্ন নির্বিশেষে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।

পেশাটিতে অপেশাদার রাক্ষসে অপরাধীর অনুপ্রবেশ ঠেকাতে হবে। এতে করে সংবাদপত্র ও সাংবাদিকদের মর্যাদা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারবাণীর সহকারী সম্পাদক মাওলানা বদরুদ্দোজা কুতুবী।

 

এতে আরও বক্তব্য দেন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, গাজী হানিফ, আফতাব হোসেন মমিন, জহিরুল হক খাঁন, সহ সভাপতি নুুরুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ ইলিয়াছ মোল্লা, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহি সদস্য কামাল উদ্দিন।

 

আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ আজাদ, কক্সবাজারবানীর রিপোর্টার ওমর ফারুক, আজিম উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, দৈনিক চেতনায় বাংলাদেশ কক্সবাজার জেলা প্রতিনিধি জামাল উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন সায়েদুল মোস্তফা খান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ