অন্যান্য

বল্লভের  খাস ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার: ।

  প্রতিনিধি 16 May 2025 , 4:58:04 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভের ঘাস ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

শুক্রবার (১৬মে) দুপুর ২ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর এসবিসি প্রকল্প কর্তৃক আয়োজিত এক জনসচেতনতামূলক সভার কিছু চিত্র। World vision Bangladesh Organization উদ্যোগে কুড়িগ্রাম জেলার ২ টি উপজেলায় বাল্যবিবাহ রোধে এবং শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধ কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের মাদারগঞ্জ ক্লিনিক মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণীর অংশীজনে আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করেন জনাবা শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জী ইউপি সদস্য বল্লভের খাস।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহজালাল মিয়া। পরিবার পরিকল্পনা পরিদর্শক বল্লভের খাস ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ সাবিনা ইয়াসমিন আক্তার।পরিবার কল্যাণ সহকারী।

এই সেমিনারের লক্ষ্য ছিল বাল্যবিবাহ বন্ধ করা ও সামাজিক সচেতনা বৃদ্ধি করা।
বাল্যবিবার ফলে অনেক অপ্রাপ্ত মেয়েরা অকালে ঝরে পড়ে যাচ্ছে এতে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে।
মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব ইয়াসিন আলী বলেন, বাল্যবিবাহ রোধে মানুষের সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন।

মাদারগঞ্জ বণিক সমিতির সভাপতি রেজাউল করিম হিরা বলেন, আমরা অভিভাবকরা যদি সচেতন হই তাহলে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব।মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে।

উক্ত সেমিনারে বল্লভের খাস ইউনিয়ন যুব ফোরামের সদস্য মোঃ দুর্জয় হাসান জানান, সামাজিক সচেতনতা ও অভিভাবকের সচেতনতাই পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে।

উক্ত সেমিনারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ( সিএফ) কেদার,কচাকাটা ও বল্লভের খাসের মোঃ আনোয়ার জানান, অপ্রাপ্তবয়স্ক বয়সে কোন মেয়ের যদি বিয়ে হয় তাহলে নানান রকম সমস্যায় পড়ে মেয়েরা,তাই অভিভাবকের উচিত বাল্যবিবাহ সম্বন্ধে তাদের সোচ্চার হওয়া।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ