স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়ন বিএনপির সভাপতি ইন্তেকাল করেছেন।
বুধবার ২১মে স্থানীয়রা জানায়, মোঃ সাইফুর রহমান চাষী অসুস্থ হওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান।
সেখান থেকে তাকে বাড়িতে আনা হবে এবং আগামীকাল বিকেল বেলা তাকে গাবতলা ঈদগাহ মাঠে জানাজা দেওয়া হবে।
এদিকে বল্লভের খাস ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে।