অন্যান্য

বহাল তবিয়তে আছেন নেত্রকোণা পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী

  প্রতিনিধি 26 September 2024 , 2:20:18 প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

আওয়ামী সরকারের আমলে আওয়ামী নেতাদের যোগসাজসে নানা অনিয়ম আর অপকর্মের সাথে জড়িত হয়েও অন্তবর্তী সরকারের আমলে বহাল তবিয়তে আছেন নেত্রকোণা পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান।৫ বছরেরও অধিক সময় ধরে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

সহকর্মীদের এসিআর আটকানো, পছন্দের মানুষকে কাজ পাইয়ে দেয়া, ঠিকাধারদের বিল পরিশোধ করতে নানা কারনে দেরি করা, নিজের এলাকা থেকে ঠিকাধার এনে গোপনে জড়িত হয়ে কাজ করা ইত্যাদি ব্যাপক অনিয়ম রয়েছে এই প্রকৌশলীর বিরোদ্ধে।তাকে সরাতে এক সময় অফিসের সামনে মানব বন্ধন করা হয়েছে।এমনকি কাজ না করেও নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মেরামত বিল উত্তোলনে সহায়তা করার অভিযোগ রয়েছে। তবুও আওয়ামী আমলাদের শক্তিশালী হস্তক্ষেপের কারনে তাকে কিছুই করা সম্বব হয়নি। ব্যাপক আদপত্য বিস্তার করেছে পুরো জেলা জুড়ে। সকল কাজে পছন্দের কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

 

ঠিকাদার ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তিনি সবসময় বিবাদ সৃষ্টি করে রাখেন। অফিসের নিয়ম কানুনের তোয়াক্কা করেননা তিনি। তার সাবেক ব্যক্তিগত সহকারী মো: দেলোয়ার এর সাথে সম্পর্কের অবনতি হলে অন্যায়ভাবে দেলোয়ারকে ঢাকায় প্রেসনে বদলী করেন।বদলীর ৩ মাসের মধ্যে তিনি আত্মহত্যা করেন।

 

নেত্রকোণায় চলমান বিভিন্ন প্রকল্পে তার পছন্দমত কর্মকর্তাকে সম্পৃক্ত করে তা থেকে এ বিষয়ে জানতে নেত্রকোণা পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান এর ব্যক্তিগত মোবাইল ফোনে বিভিন্ন সময়ে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন তিনি ৩ বছর ধরে বিলের জন্য ঘুরছেন তবুও বিল পরিশোধ করছেন না। তিনি আরও বলেন এমন আরও অনেক ঠিকাধার রয়েছেন।যারা কাজ সম্পন্ন করেও বিলের জন্য নিয়মিত তার দরজায় ঘুড়াঘুরি করছেন।

অধিকাংশ ঠিকাদার ও এলাকাবাসী অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বদলি কামনা করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ