প্রতিনিধি 1 July 2025 , 5:59:17 প্রিন্ট সংস্করণ
মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলামের ছেলে মাসফিক বিন রফিক (আলভী) এই চুরির নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৩ জুন রাতের কোনো এক সময় স্কুল ছুটির পর তালাবদ্ধ বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে আলভীসহ আরও ২-৩ জন অফিস কক্ষে প্রবেশ করে। তারা ৩য় শ্রেণি ও প্রাক-প্রাথমিকের পাঠ্যবই, ১টি ফুটবল, ১টি ক্যারাম বোর্ডসহ বেশ কিছু শিক্ষাসামগ্রী চুরি করে নিয়ে যায়।
পরদিন স্কুল খুললে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা চুরির বিষয়টি টের পান। স্থানীয় একটি দোকানে চোরাই বই বিক্রির চেষ্টা করলে দোকানদারের মাধ্যমে আলভীকে সনাক্ত করা হয়। পরে আলভীর স্বজনরা কিছু বই ফেরত দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা জানান, বহিষ্কৃত নেতা রফিকুল ইসলাম এখনো এলাকায় দলীয় প্রভাব বিস্তার করছেন এবং তার ছেলের অপকর্ম আড়াল করতে প্রধান শিক্ষককে চাপ দিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, মাসফিক বিন রফিক (আলভী) কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে এবং সে আগে থেকেই বিভিন্ন চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। স্থানীয়রা দাবি করছেন, প্রভাব খাটিয়ে যেন অপরাধ আড়াল না করা হয় এবং দোষীদের শাস্তির আওতায় আনা হয়।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন,স্কুল বন্ধ থাকায় চুরি কখন হয়েছে বোঝা যায়নি। চোরেরা কিছু বই, খেলাধুলার সরঞ্জাম নিয়ে গেছে। চুরি হওয়া সামগ্রী গুলো উদ্ধারের চেষ্টা চলছে।
তবে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ বলেন, স্কুলে চুরির ঘটনা শুনেছি। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সামাজিকভাবে সমাধানযোগ্য নয়।