প্রতিবেদন
মো: ছাব্বির খান,
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি,
আজ ২২ মার্চ শনিবার ২১ রামাদান অনুষ্ঠিত হয়,
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছবপুর আ: শাখার পক্ষ থেকে ইফতার মাহফিল।
"ইসলামের সফল ও প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর দিবস এবং এলাকার সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে মাসিক লতিফিয়া খানকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মানিত কর্মীগণ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া, ইছপুর আ: শাখার সম্মানিত কর্মীগণ, এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ও ইছপুর জামে মসজিদের সম্মানিত খতিব, মাওলানা আনিছুর রহমান সাহেব, এছাড়া উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ,
এবং উপস্থিত অএ এলাকার শত মানুষ,
অতঃপর দেশের শান্তি কামনা করে এবং এলাকার মুর্দেগানদের জন্য দোয়া করে এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে শেষ হয় উক্ত ইফতার মাহফিল।