প্রতিনিধি 31 January 2025 , 8:39:56 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো জানিয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (১২১ মিলিয়ন ডলার) এবং ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক কেটে নেওয়া হয়েছে।এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোকেও প্রভাবিত করবে।
সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়েছে। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি শেষ করবে।
২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাঁট করবে সুইস সরকার। তবে ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়া চালিয়ে যাবে তারা।