প্রতিনিধি 15 January 2025 , 4:16:34 প্রিন্ট সংস্করণ
লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগামী ২৫ শে জানুয়ারী বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের দিনাজপুরে আগমন উপলক্ষে বোচাগঞ্জের ২নং ইশানিয়া ইউনিয়নে কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে ইউনিয়নের মুরারীপুর উচ্চবিদ্যালয়ে ২নং ইশানিয়া ইউনিয়নে আমীর আব্দুল বাতেনের সভাপতিত্বে কর্মী ও প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও বিরল-বোচাগঞ্জের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজালুল আনাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হারিসুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে,আগামী ২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর আগমন উপলক্ষে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
বার্তা প্রেরক
লিখন বনিক শুভ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মোবাঃ ০১৭৮০৮৪৫৩২২