অন্যান্য

বাংলাদেশ-ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

  প্রতিনিধি 8 December 2024 , 12:54:06 প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক

 

সম্পর্কের টানাপোড়েনের কারণে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (০৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে।

 

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভোশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ‍্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ‍্যমে সেটা করা যেতে পারে। এ ছাড়া ব‍্যবসায়ীক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্ট ড. ইউনূস চান সার্কের কার্যক্রম শুরু হোক।

 

আগামীকাল সোমবার (০৯ ডিসেম্বর) ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের সঙ্গে স্টান্ডিং কমিটির মিটিং করাই লক্ষ‍্য। দেশ ও স্বার্থ রক্ষায় একটা সামিট করার লক্ষ‍্য রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ