অন্যান্য

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষ হতে, নকলায় ত্রাণ বিতরণ।

  প্রতিনিধি 12 October 2024 , 12:43:09 প্রিন্ট সংস্করণ

মাহদি হাসান, শেরপুর

কয়েক দিন টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ৩ টি উপজেলায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে, নকলা,নালিতাবাড়ী, শ্রীবরদী, ঝিনাইগাতী উপজেলায় প্রায় সম্পুর্ণ রুপে প্লাবিত । ক্ষতিগ্রস্থ হয়েছে রুপাআমন,মাছের ঘের ও নিত্য প্রয়োজনীয় শাক সবজি। আকষ্মিকভাবে কোন প্রকার পূর্বাভাস ছাড়ায় প্লাবিত হওয়ায় মানুষের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি। শতশত মৎস্য খামারী নিঃস্ব প্রায়।

পরিবার নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই, একমুঠো শুকনো খাবারে অপেক্ষায় তারা তাকিয়ে আছে মানবতার দিকে।
শেরপুর জেলার জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান এবং অনান্য সেচ্ছাসেবী সংগঠন, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তারা তাদের মানবিক ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছেন, যা এত বিশাল বন্যার্তদের জন্য পর্যাপ্ত নয়।

বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) এর পক্ষ হতে, ১১ অক্টোবর শেরপুর জেলার নকলা উপজেলা শাখার সহযোগিতায় নকলা উপজেলার বিভিন্ন পানি বন্দী জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরন করেন।

নকলা উপজেলা সাখার আহ্বায়ক জনাব শফিউজ্জামান রানার নেতৃত্বে এই মানবিক সহায়তার খাবার বিতরন করেন। এসময় বি এম এস এফ এর অনান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

খাবারের মধ্যে ছিল চিড়ামুড়ি, গুর সুপিয় পানি, ওরস্যালাইন ইত্যাদি প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি । নকলা উপজেলার প্রায় ৬ হাজার হেক্টর জমিতে রুপা আমন, মাছের ঘেড়, এবং শীতকালিন রবী শষ্য সম্পুর্ণ রুপে ক্ষতি গ্রন্হ হয়েছে।

( বি এম এস এফ) এর সম্মানিত সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আহম্মেদ আবু জাফর সাহেব বলেন নকলা বাসিদের বন্যা পরবর্তী সময়ে জীবন মান উন্নয়নের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
নকলা উপজেলার প্রায় ৪ টি ইউনিয়ন সহ শেরপুর জেলার ২ টি উপজেলা শ্রীবর্দী- ঝিনাইগাতী, নলিতাবাড়ী ৯৫%, নকলা উপজেলার ৫০% এবং শেরপুর সদর উপজেলার ২০% এলাকা বন্যা কবলিত হয়ে দূর্বিষহ জীবন যাপন করছে এলাকার মানুষ। কেউবা আবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায়।
আকস্মিক বন্যায় শেরপুর জেলা পানিতে ডুবে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ