অন্যান্য

বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 7 July 2025 , 2:04:17 প্রিন্ট সংস্করণ

মোঃ মতিউর রহমান জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও প্রথম সভা আজ, ৭ জুলাই ২০২৫ (সোমবার): কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের নবনিযুক্ত সভাপতি জনাব নুসরাত সুলতানা। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এই সভায় উপস্থিত থেকে নিজেদের পরিচয় প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মকৌশল, পরিকল্পনা ও কমিটির কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করা হবে। একই সঙ্গে জেলার প্রতিটি স্তরে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় হয়।

এই সময় কুড়িগ্রাম ইউনিটের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ