আসাদুজ্জামান রিফাত
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নোয়াখালী জেলার মাইজদি আল্ ফারুক একাডেমীতে সকাল আটটায় বাছাই কৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য নজরুল ইসলাম খাদেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার সেক্রেটারি ডাঃ মিরাজুল ইসলাম প্রমুখ।